ভারতে করোনায় মৃত্যুর হার ২.৮৬ শতাংশ

আপডেট: May 28, 2020 |

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত গোটা ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫১,৭৬৬ জন। মৃত্যু হয়েছে ৪৩৩৭ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, করোনায় মৃত্যু হার গোটা বিশ্বের ওই হারের থেকে অনেক কম। গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হার যেখানে ৬.৩৬ শতাংশ সেখানে ভারতে ওই হার ২.৮৬ শতাংশ। সুস্থ হওয়ার হার ৪২.৪ শতাংশ।

মঙ্গলবার আইসিএমআর ডিরেক্টর ডা বলরাম ভার্গব বলেন, মৃত্যুর হার আশ্চর্যজনকভাবে কম ভারতে। এটা একটা আশার কথা। কেন কম তা স্পষ্ট করে বলতে পারব না।

গত ২৫ মে করোনায় মৃত্যুর একটি পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে দেখা যাচ্ছে বিশ্বে প্রতি লাখে মৃত্যু হার ৪.৫ শতাংশ

ভারতে ওই হার .৩ শতাংশ।

বেলজিয়ামে ৮১.২ শতাংশ।

স্পেনে ৬১.৫ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৯.২ শতাংশ।

ব্রিটেনে ৫৫.৩ শতাংশ।

সূত্র: জি নিউজ

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর