চট্টগ্রামে করোনায় আরও ১৫৯ জন শনাক্ত

আপডেট: May 30, 2020 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন চট্টগ্রাম নগরের এবং ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৯ মে) রাত সোয়া ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষা করে মোট ১৫৯ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৯৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ৬১ জন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের তথ্য এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, চমেক, সিভাসু এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৩১, ১৪১ এবং ১৭ টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর