অনুদান বন্ধের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্কও শেষ করল যুক্তরাষ্ট্র

আপডেট: May 30, 2020 |
print news

করোনাভাইরাস নিয়ে সংঘাতে এর আগেই অর্থ সাহায্য বন্ধ করা হয়েছিল। আরও এক ধাপ এগিয়ে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। খবর দ্য হিলের।

তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ সংস্কারসাধনে ডব্লিউএইচও চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এখনও চীনের উপরে নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি তারা। যে কারণে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে আমেরিকা বাধ্য হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪৫ কোটি মার্কিন ডলার অনুদান দেয় মার্কিন সরকার। সেই অর্থ এবার থেকে অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর