২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৭ হাজার ৯৬৪,মৃত ২৬৫!

সময়: 1:15 pm - May 30, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ভারতে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৬৫ জন। শনিবার (৩০ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই প্রথম দেশটিতে একদিনে এত বেশি আক্রান্তের ঘটনা ঘটল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৯৭১ জন। একদিন আগেই মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ভারত।

দেশটিতে এর মধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৬২৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৬ হাজার ১৫৬।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮ এবং মারা গেছে ১১৬ জন। সেখানে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর