ইরানে দণ্ডপ্রাপ্ত মার্কিন বন্দির মুক্তির খবর দিলেন ট্রাম্প
ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল হোয়াইট মুক্তি পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। খবর পার্সটুডের।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা মাইকেল হোয়াইট মুক্তি পেয়ে বৃহস্পতিবার ইরানের আকাশসীমা ত্যাগ করেছেন।’
অবশ্য ঘটনার সত্যতা স্বীকারও করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। তিনি বলেছেন, ‘নিরাপত্তা ইস্যুতে ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটকে মুক্তি দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যে ইরান ত্যাগ করেছেন।’
তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুর পাশাপাশি একজন ইরানি নাগরিকের ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে হোয়াইটকে কারাদণ্ড দেয়া হয়েছিল। ওই ইরানি নাগরিক তার অভিযোগ প্রত্যাহার করে নেয়ার এবং অন্যান্য অভিযোগ থেকে তাকে ইসলামি শিক্ষার আলোকে ক্ষমা করে দেয়ার পর হোয়াইটের মুক্তির পথ প্রশস্ত হয়।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র বাহরাম কাসেমি ২০১৯ সালের ৯ জানুয়ারি তেহরানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মাইকেল হোয়াইট নামের একজন মার্কিন নাগরিক ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে গ্রেফতার হয়েছেন।
প্রকাশিত বিভিন্ন খবরে জানা গেছে, একজন ইরানি নাগরিক মাইকেল হোয়াইটের বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছিলেন এবং তার অভিযোগ প্রমাণিত হওয়ায় হোয়াইটকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
এদিকে, মার্কিন নাগরিক মুক্তির কয়েক ঘণ্টা পর আমেরিকার কারাগার মুক্তি পেয়েছেন এক ইরানি চিকিৎসক।
ঘটনার সত্যতা স্বীকার করে তেহরান আমেরিকায় অপহৃত সব ইরানি নাগরিককে মুক্তি দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি