জুন শেষে আমেরিকায় মুত্যুর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ৪৩ হাজারে!

আপডেট: June 5, 2020 |

জুন শেষে আমেরিকায় মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ৪৩ হাজারে, বৃহস্পতিবার এমন পূর্বাভাষ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

দেশের ২০টি ভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকদের পূর্বাভাষের ওপর ভিত্তি করে সিডিসি এই ‘সামগ্রিক ভবিষ্যদ্বাণী’ প্রকাশ করেছে। এই সাপ্তাহিক পূর্বাভাষে বলা হয়েছে, ২৭ জুনের মধ্যে ১ লাখ ১৮ হাজার থেকে ১ লাখ ৪৩ হাজার আমেরিকানের মৃত্যু হবে।

তবে প্রত্যেক সপ্তাহে মৃত্যুর হার কমতে থাকবে বলে মনে করছে সিডিসি।

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৮৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাতে মোট প্রাণহানির সংখ্যা ১ লাখ ৮ হাজার ২০৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৩৬ জন। তাতে মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭২ হাজার ৫২৮ জনের। সূত্র: সিএনএন

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর