বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪ লাখ মানুষের

আপডেট: June 6, 2020 |

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ৪ হাজার ৯০৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি। ফলে আক্রান্ত বেড়ে ৬৮ লাখ ৪৪ হাজারে দাঁড়িয়েছে।

ব্রাজিলে একদিনে ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ হাজার, আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজারের বেশি। মৃত্যু ১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।

ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষ ছয়ে এখন ভারত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার।

এদিকে জার্মানিকে ছাড়িয়ে এবার আক্রান্তের সংখ্যায় শীর্ষ আটে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজারের বেশি। এছাড়া, করোনা সংক্রমণ রোধে জনসমাবেশস্থলে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর