উত্তর কোরিয়ার অর্থনীতি চাঙা হবে সার ও রাসায়নিকে?

আপডেট: June 8, 2020 |

দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার অর্থনীতিকে চাঙা করার জন্য নানা ব্যাপারে আলোচনা হয়েছে সেই বৈঠকে।

বিশেষ করে রাসায়নিক ইন্ডাস্ট্রি এবং সারের উন্নয়ন ও অত্যধিক পরিমাণে সেসব প্রস্তুত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে ওই বৈঠকে দক্ষিণ কোরিয়া ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে আজ সোমবার জানিয়েছে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ।

করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব যখন অর্থনৈতিকভাবে চাপের মধ্যে আছে, ঠিক সেই সময়ে নিজেদেরে অর্থনীতি চাঙা করতে দু’দিন ধরে বৈঠক করেন কিম। পারমাণবিক কার্যক্রম বন্ধের জন্য মার্কিন চাপ সত্ত্বেও নিজেদের অর্থনীতি চাঙা রাখতে এবার মরিয়া হয়ে উঠেছেন কিম জং উন।

কেসিএনএ জানিয়েছে, ভবিষ্যতে নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে এবং দেশটির জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে।

বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে রাসায়নিক খাতের উন্নয়নের বিষয়টি জোর দিয়ে আলোচনা করা হয়েছে। সার উৎপাদন বাড়ানোর ব্যঅপারে সবার সঙ্গে কথা বলেছেন কিম জং উন।

সূত্র  : আল জাজিরা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর