করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি

আপডেট: June 17, 2020 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বশেষ কোভিড-১৯-এর পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা জারি করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মারাত্মক ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে পর্যালোচনা করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক মো. আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ অন্যানের মধ্যে সভায় উপস্থিত ছিলেন। বাসস

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর