লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করল চীন

আপডেট: June 25, 2020 |

লাদাখ সীমান্তে সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভারতের উস্কানির কারণে দুই দেশের মধ্যকার সমঝোতা বানচাল হয়েছে এবং ১৫ জুনের ঐ সংঘর্ষ হয়। খবর গ্লোবাল টাইমস

সাম্প্রতিক ঐ সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে লাঠি ও পাথর ব্যবহার করা হয় এবং দুপক্ষের সেনাদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। তবে সীমান্ত চুক্তির কারণে কোনো পক্ষই গোলাগুলি ব্যবহার করে নি। দুই দেশের মধ্যে এই চুক্তি ৪৫ বছর বহাল থাকবে। চীন বলেছে, সংঘর্ষে তাদের কোনো সেনা নিহত হয়নি।

গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, বেইজিং ও নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি শান্ত করার জন্য একমত হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর