বিশ্বের দ্রুততম করোনা ভাইরাস সুপার কম্পিউটার

আপডেট: June 25, 2020 |

গতির হিসেবে জাপানের ফুগাকু সুপার কম্পিউটার বিশ্ব ব্যাংকিংয়ে এক নম্বরে আছে। করোনা মহামারি মোকাবিলায় এটি ব্যবহৃত হচ্ছে। তবে এর নকশাকারীরা আরও বড় কিছু পরিকল্পনা করছেন। খবর ডয়চে ভেলে’র।

জাপানের রিকেন গবেষণা কেন্দ্র ও ফুজিৎসু কোম্পানি এই সুপার কম্পিউটারটি উদ্ভাবন করেছে। আগে এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের সামিট সুপার কম্পিউটারকে এটি পেছনে ফেলেছে। সামিটের চেয়ে ২.৮ গুণ দ্রুত কাজ করে এটি। সাধারণত সব সুপার কম্পিউটার সাধারণ যে কোন কম্পিউটারের চেয়ে এক হাজার গুণ দ্রুত কাজ করে। ২০২১ সালের এপ্রিল মাসে ফুগাকু পুরোদমে কাজ শুরু করে দেবে। এটি তৈরিতে ছয় বছর লেগেছে।

এরই মধ্যে করোনা মহামারি মোকাবিলায় কাজে লাগানো হচ্ছে সুপার কম্পিউটারটিকে। অফিসে পার্টিশন থাকার পরও বা একটি ট্রেনে জানালা খোলা থাকলে কেমন করে করোনা ভাইরাস ছড়ায় তার পরীক্ষা করছে ফুগাকু। রিকেন পরিচালক সাতোশি মাৎসুওকা বলেন, ‘কোভিড-১৯ এর মতো কঠিন সামাজিক দুর্যোগ মোকাবিলায় এ অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ অবদান রাখতে পারবে বলে আশা করি।’

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর