করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা, আরও এক বছর লাগতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: June 27, 2020 |

কভিড-১৯ বৈশ্বিক মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের বিরুদ্ধে কবে নাগাদ কার্যকরী টিকা তৈরি সম্ভব হবে, তা নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে এতে বছরখানেকও লেগে যেতে পারে বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ইউরোপীয় পার্লানেন্টের স্বাস্থ্য কমিটির সদস্যদের সাথে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন টেড্রস আ্যডহানম গেব্রেইসাস। তিনি বলেন, এরকম কোনো টিকা আবিষ্কার হলে এটা জনগণের সম্পদ হিসেবে সবার কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, টিকা আবিষ্কার হবেই, নিশ্চিত করে তা বলা কঠিন। করোনাভাইরাসের কখোনোই কোন টিকা ছিল না। ফলে এরকম যদি কিছু আবিষ্কার করা যায়, আমি আশা করছি হবে, তবে তা হবে প্রথম।

চীনে গত বছর প্রথম সনাক্তের পর বিশ্ব জুড়ে এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে চার লাখ ৮৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্তের সংখ্যা আগামী সপ্তাহেই এক কোটিতে পৌঁছে যাওয়ার আশংকা করা হচ্ছে।

কভিড-১৯ পরীক্ষা, টিকা এবং চিকিৎসার জন্য প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর