করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২৬ লাখ ছুঁই ছুঁই
প্রাণঘাতী করোনায় জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্রে থামছেই না প্রকোপ। উল্টো সময় যত দীর্ঘ হচ্ছে, ভয়াবহতা আরও নতুন রূপ নিচ্ছে সেখানে। এতে চরম সংকটের পথে এখন ট্রাম্পের দেশ। ইতোমধ্যে তার দেশে করোনার শিকার প্রায় ২৬ লাখ মানুষ।
এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি ভুক্তভোগীর। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৪৩ হাজার ৫৮১ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৫১২ জনের।
এ নিয়ে দেশটির ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের মৃত্যু হলো করোনায়। সুস্থতা লাভ করেছেন ১০ লাখ ৮১ হাজার ভুক্তভোগী। এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩১ হাজার ৪৫২ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে, বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।
সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ১১ হাজার ছুঁই ছুঁই করোনা রোগীর সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৪ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৭৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯১ জনের।সংক্রমণ ভয়ানক রূপে বাড়ছে টেক্সাসে।
এখন পর্যন্ত এ শহরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৪০৬ জনের। ইলিনয়সে ১ লাখ ৪২ হাজার ১৩০ জন মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে।ফ্লোরিডায় আক্রান্ত ১ লাখ সাড়ে ৩৩ হাজার ছুঁই ছুঁই। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
ম্যাসাসুয়েটসসে সংক্রমণ ১ লাখ সাড়ে ৮ হাজার পেরিয়েছে। যেখানে ৮ হাজার ৪১ জন প্রাণ হারিয়েছেন।পেনসিলভেনিয়ায় ৮৯ হাজারের বেশি মানুষ করোনার শিকার।
এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ৬ হাজার ৬৬০ জন।দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে মহামারি রূপ নেয়া করোনা আরও ভয়াবহ আকার ধারণ করবে।’ যা ইতোমধ্যে শুরু হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা