দ্রুত ভ্যাকসিন তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

সময়: 11:50 am - July 28, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

মহামারী কারোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা। এবার এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি দ্রুততর করার লক্ষ্যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার করেছে যুক্তরাষ্ট্র।

বিনিয়োগ বৃদ্ধির অংশ হিসেবে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নাকে আরো ৪৭ কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এর আগে মডার্নাকে আরো ৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়।

জানা গেছে, মডের্নার উদ্ভাবিত সম্ভাব্য টিকার প্রথম ধাপের সফলতা চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন-এ প্রকাশিত হয়। এতে বলা হয়, কভিড-১৯ রোধে আশানুরূপ কার্যকর এই টিকা। এটি এখন ট্রায়ালের তৃতীয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তৃতীয় পর্যায়ে সফল হলে সেই টিকাকে মানবদেহে প্রয়োগের জন্য প্রস্তুত ধরা হয়।

এদিকে বিভিন্ন দেশে ৩৯ হাজার মানুষের শরীরে চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। মডের্নার টিকার পোশাকি নাম এলএনপি-এমআরএনএ এবং ক্লিনিক্যাল নাম এমআরএনএ-১২২২। মডের্নার সিইও স্টেফান ব্যানসেল শিগগিরই টিকা বাজারে ছাড়ার ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ১০০ দিনও বাকি নেই। নভেম্বরে অনুষ্ঠিত হবে তাদের ভোটগ্রহণ। এর আগেই কার্যকর টিকা উন্মুক্ত করে জনতার মন জয় করতে চান ট্রাম্প। আর এ কারণে দেশটির কেন্দ্রীয় সরকার করোনা টিকার গবেষণা ও উৎপাদনে বিপুল পরিমাণ এ অর্থ ঢালতে শুরু করেছে বলে বলছেন অনেকে। সূত্র : রয়টার্স

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর