সিরাজগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ মানুষ চরম দুর্ভোগে

সময়: 11:46 am - July 28, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

তৃতীয় দফায় টানা পাঁচদিন বাড়ার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ধীর গতিতে কমতে শুরু করেছে। তবে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ফলে, এখনও বিপাকে জেলার প্রায় সাড়ে ৩ লাখ বানভাসি মানুষ।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, ‘গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন জেলার ৭ উপজেলার নিম্নাঞ্চলের আড়াই শতাধিক গ্রামের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।’

তিনি জানান, ‘এখন পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এসব অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অপরদিকে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর