যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে

আপডেট: September 14, 2020 |

করোনা ভাইসের প্রাদূর্ভাব যুক্তরাষ্ট্রে এই কমে আবার এই বাড়ে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ কম মার্কিনি প্রাণ হারিয়েছেন। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সুস্থতা বাড়লেও থেমে নেই সংক্রমণ। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা নতুন করে ৩১ হাজার ৮৫৭ জন মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ লাখ ৮ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৯২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৫২০ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় ২০ হাজার মানুষ। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ ৬২ হাজার ১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। যেখানে প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৫১৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৬৩ হাজার ৯৯৪ জন। ইতোমধ্যে সেখানে ১২ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১১৬ জন মানুষ। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৩১৪ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৩৩ জনের।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৬৩ হাজার ৪৬৬ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৪১ জন। অ্যারিজোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৫১২ জন। যেখানে প্রাণ ঝরেছে ৫ হাজার ৩২২ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৪৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৫৩ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর