করোনায় আরো ৮০ লাখ মানুষ গরিব হয়েছে আমেরিকায়

আপডেট: October 19, 2020 |
Boishakhinews 223
print news

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকায় আরো অন্তত ৮০ লাখ মানুষ মারাত্মক দারিদ্রের কবলে পড়েছে। গত মে মাসে আমেরিকায় বসবাসরত গরিব মানুষের সংখ্যা ছিল শতকরা ১৪.৩ ভাগ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ ভাগে।

নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ এই তথ্য জানিয়েছে।

এই হিসাব মতে- গত মে মাসে আমেরিকায় দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটিতে। ফলে আমেরিকায় গত ৫ মাসে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৮০ লাখ।

গবেষকরা বলছেন, মার্কিন সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য ১২০০ ডলার করে যে প্রণোদনা দিয়েছিল তার কারণে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দারিদ্র বৃদ্ধির হার কম ছিল। কিন্তু পরবর্তীতে দারিদ্র বৃদ্ধির হার ঠেকিয়ে রাখা যায় নি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর