বিশ্বে একদিনেই আক্রান্ত পৌনে ৫ লাখ

আপডেট: October 23, 2020 |

বিশ্বজুড়ে থামছেই না করোনার প্রকোপ। যাতে গত একদিনেও পৌনে ৫ লাখের বেশি মানুষ ভাইরাসটির কবলে পড়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ৪ কোটি প্রায় ২০ লাখের দোরগোড়ায় পৌঁছেছে। নতুন করে প্রাণহানি ঘটেছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের। যার অধিকাংশই আমেরিকা, ব্রাজিল ও ভারতের নাগরিক।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ১৩২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৮৭ জনে। নতুন করে ৬ হাজার ৪৭০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৪২ হাজার ১৬৭ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৭৪ হাজার রোগী।

আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। যার সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩৮১ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৯ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৩৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৪ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৬২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ২৪২ জন।

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মধ্যে শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১০ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ৫২১ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ৯৫৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭৪৭ জনের।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর