চোখে কৃমি !

আপডেট: October 29, 2020 |
print news

প্রাথমিকভাবে চোখ দেখে ডাক্তার জানায় কৃমি বসবাস করছে তাঁর চোখে।

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি। ভাইরাল গা ঘিনঘিনে ভিডিও। যা শিহরণ জাগাচ্ছে নাগরিকদের মনে। ৬০ বছরের বৃদ্ধের চোখ বেশ কিছুদিন যাবৎ ব্যথা করছিল। আয়নার সামনেই দাঁড়িয়ে যখন নিজেই পর্যবেক্ষণ করতেন, তখন তার মনে হতো চোখের ভেতর বেশ কিছু জিনিস যেন নড়াচড়া করছে। সেই সন্দেহ নিয়েই ডাক্তারের কাছে যান ওই বৃদ্ধ।

প্রাথমিকভাবে চোখ দেখে ডাক্তার জানায় কৃমি বসবাস করছে তাঁর চোখে। খুব শীঘ্রই ডাক্তার অপারেশন করে চোখ থেকে বের করে মানে প্রায় কুড়িটি জীবন্ত কৃমি।

ওই ব্যক্তি জানিয়েছেন, বেশ কিছুদিন চোখে অস্বস্তি হচ্ছিল। কয়েক দিন যেতেই অসম্ভব ব্যথা হওয়া শুরু হয়। ডাক্তার জানাচ্ছে ওই কৃমির দল চোখের ভিতর বংশবৃদ্ধি করে বসেছে। অপারেশনের মুহূর্তে ভিডিও আপাতত ভাইরাল নেট পাড়ায়।সূত্র-জি ২৪ ঘণ্টা

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর