মিয়ানমারে সংসদ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

আপডেট: October 30, 2020 |

মিয়ানমারে সংসদ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে মিয়ানমারের আসন্ন নির্বাচনে বৃহস্পতিবার রাজধানী নেপিদোর একটি ভোট কেন্দ্রে আগাম ভোট দেন ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী ও সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

এর মধ্য দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কয়েক লাখ প্রবীণ ভোটার ভোট দেবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে আগামী ৮ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিরোধীরা ভোট গ্রহণ স্থগিতের আহ্বান জানালেও নির্ধারিত দিনেই নির্বাচনের বিষয়ে অনড় রয়েছেন সু চি।

এদিকে নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যবস্থা নিতে সু চির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর