করোনায় আক্রান্ত নাসির উদ্দীন ইউসুফ

বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রয়েছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, ‘নাসির উদ্দীন ইউসুফের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মানসিকভাবে সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এ মুহূর্তে বিশ্রামই তার প্রধান চিকিৎসা। তিনি বলেন, সবার প্রতি অনুরোধ এ সময় কেউ তাকে ফোন করবেন না। দোয়া এবং মঙ্গল কামনাই একমাত্র প্রত্যাশা।’

করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন নাসির উদ্দীন ইউসুফ। কয়েক দিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না। গলাটা বসে গিয়েছিল। তারপর করোনার পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।

বৈশাখী নিউজজেপা