ভোট গণনার বিষয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

আপডেট: November 2, 2020 |
print news

নির্বাচনের একদিন আগে ভোট গণনার বিষয়ে প্রশ্ন তুললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মেইলে পাওয়া ভোটের ফলাফলও একই দিনে গণনা করে প্রকাশ করতে হবে।

অন্যদিকে, ফিলাডেলফিয়াতে শেষ মুহূর্তের জনসংযোগ করেছেন জো বাইডেন। জয়ী হলে এ অঞ্চলের কৃষ্ণাঙ্গদের ভাগ্যন্নোয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

আর একদিন পর নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প ও বাইডেন।

আইওয়া রাজ্যে জনসংযোগের সময় ট্রাম্প, ডাকযোগে পাওয়া ব্যালট পেপার গণনার বিষয়ে আদালতের যে সিদ্ধান্ত, তার সমালোচনা করেন। বলেন, দ্রুত এসব ব্যালটের ফলাফল জানা উচিত।

মেইলে পাওয়া ভোট কয়েক দিন পর গণনা করার বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, পেনসিলভ্যানিয়ায় মেইলে পাওয়া ভোটের বিষয়ে আইনি লড়াইয়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন সবশেষ প্রচার চালিয়েছেন ফিলাডেলফিয়াতে কৃষ্ণাঙ্গদের মাঝে।

বাইডেন বলেন, মহামারি করোনায় এ অঞ্চলের জনগণ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন।

মার্কিনিরা সচেতন জাতি উল্লেখ করে বাইডেন বলেন, ভোটাধিকার প্রয়োগ করে তারা করোনার কাছে আত্মসমর্পণ করা ট্রাম্পকে পরাজিত করবেন।

এদিকে, জর্জিয়াতে প্রচার চালিয়েছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

তিনি বলেন, জনগণকে মনে করিয়ে দিতে চাই, কোন প্রেসিডেন্ট তাদের উন্নতিতে কাজ করবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর