ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট: November 2, 2020 |
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজটের কারণে অনেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জালকুড়ি পর্যন্ত এ যানজট রয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার প্রবেশমুখে ডিএমপির চেকপোস্টের কারণে ঢাকার দিকে গাড়ি মাত্র একটি করে যাচ্ছে। ডিএমপি পুলিশের কড়া নজরদারির কারণে ঢাকায় গাড়ি ঢুকতে পারছে না। ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. কামরুল ইসলাম বলেন, ঢাকামুখী প্রবেশ পথ দিয়ে সীমিত পরিসরে যানবাহন যাচ্ছে। এজন্য নারায়ণগঞ্জে যানজট হচ্ছে।

যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর