চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে তেঁতুলিয়া

আপডেট: November 5, 2020 |

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে। শেষরাতে তো বটেই, সকাল-সন্ধ্যায়ও গরম কাপড় পরতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের।

তুলনামূলক কম হলেও রাজধানী শীতের আমেজের বাইরে নয়। রাতে শীত লাগা ও সকালে কুয়াশার দেখা মিলছে। রোদের তেজও কমেছে।

আবহাওয়া অধিদফতরের দৈনন্দিন পূর্বাভাসেও রয়েছে শীতের বার্তা। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।

রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এদিকে ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর