করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে আইসোলেশনে গৌতম গম্ভীর

আপডেট: November 6, 2020 |
print news

করোনাভাইরাস হানা দিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক তারকা ক্রিকেটার ও বিজেপি’র সংসদ সদস্য গৌতম গম্ভীর। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।

শুক্রবার নিজেই টুইট করে খবরটি জানান গম্ভীর, “বাড়িতে সংক্রমণের ঘটনা ঘটেছে। তাই নিজেকে আইসোলেশনে আছি, আমার কভিড টেস্টের ফলের অপেক্ষা করছি। প্রত্যেককেই করোনা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানাচ্ছি, বিষয়টি হালকাভাবে নেবেন না। নিরাপদে থাকবেন।”

দুর্গাপূজার পর থেকে নতুন করে রাজধানী দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবারের বুলেটিনেই জানানো হয়েছিল, চব্বিশ ঘণ্টায় সেখানে ৬ হাজার ৮৭২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। দৈনিক সংক্রমণের নিরিখে কেরালার পরই দিল্লি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর