অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং শেষ ,মুক্তি ২০২১ সালে

আপডেট: November 10, 2020 |

দীপংকর দীপন , ‘ঢাকা অ্যাটাক’ খ্যাতনামা নির্মাতা। প্রথম সিনেমা নির্মাণ করেই দর্শক মাত করেছেন তিনি। গত বছর ‘অপারেশন সুন্দরবন’ নামে নতুন সিনেমার শুটিং শুরু করেন। করোনার কারণে এর দৃশ্যধারণের কাজ থেমে যায়। এরপর পুনরায় কাজ শুরু করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির বাকি অংশের শুটিংয়ের কাজ শেষ হয়েছে।

দীপংকর দীপন বলেন, ‘সিনেমাটির টিজার বা ট্রেইলার এই মাসেই প্রকাশ করব। এখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করব। ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।’

সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর