আইপিএল জিতে দেশে ফিরেছেন ক্রিকেটার সালমা খাতুন

আপডেট: November 12, 2020 |
print news

নারীদের আইপিএলের শিরোপা জিতে দেশে ফিরেছেন সালমা খাতুন। আরেক ক্রিকেটার জাহানারা আলমও এসেছেন তার সঙ্গেই। সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ জাতীয় নারী দলের দুই সিনিয়র ক্রিকেটার।

করোনা মহামারিতে পুরুষদের পাশাপাশি এবার নারীদের আইপিএলও অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। সেখানে অংশ নিতে গেল ২১ অক্টোবর দেশ ছাড়েন সালমা ও জাহানারা। ৬ দিনের কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে অনুশীলন শুরু করেন তারা।

এর আগেও আইপিএলে খেলেছিলেন অলরাউন্ডার জাহানারা। তবে, সালমার জন্য এটাই ছিল প্রথম অভিজ্ঞতা। আর নিজের প্রথম আসরেই ট্রেইলব্লেজার্সের হয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত টাইগ্রেসদের টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রিকেটার সালমা খাতুন জানান, প্রথমবার গিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। আমার নিজের পারফরম্যান্সও ভালো ছিল। সতীর্থ, কোচ ও টিম ম্যানেজমেন্টের সবাই প্রশংসা করেছে।

করোনা মহামারির কারণে আরব আমিরাতে গিয়ে শুরুতে ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। ২৭ অক্টোবর থেকে অনুশীলনে নামতে পেরেছি। তখনই দলের সবার সঙ্গে দেখা হয়। আবহাওয়া বাংলাদেশের মতোই ছিল। মানিয়ে নিতে সময় লাগেনি। যেহেতু সময় কম ছিল, সবার সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

ক্রিকেটার জাহানারা আলম বলেন, খুব ভালো লাগছে যে বাংলাদেশ থেকে দুজন গেছে। একজনের দল ফাইনালে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে। এ ধরনের টুর্নামেন্টে অংশ নেওয়া ভাগ্যের ব্যাপার। ভালো খেললেও সুযোগ আসে না। সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আগে বাংলাদেশ থেকে একজন ছিল, এবার দুজন। পরের বার হয়তো দুইয়ের বেশি হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর