আজ গোলাম দস্তগীর সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময়: 10:01 am - November 22, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে (মুড়াপাড়া দড়িকান্দি) নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু। গণভবন থেকে যা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

সেতুটি খুলে দেয়া হলে শীতলক্ষ্যার দুই পারের মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এছাড়া পূর্বাচল উপশহর আর ঢাকার সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ হবে।

৫৭৬ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী এনায়েত করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর