ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয় টটেনহামের

আপডেট: November 22, 2020 |
print news

ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহাম। ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পার্সরা। ৫ম মিনিটে ট্যাঙ্গুই এনডোম্বেলের পাস থেকে সিটির জালে বল পাঠিয়ে দেন সন হিয়ুং-মিন। এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় সিটি। কিন্তু হোসে মরিনহোর কৌশলের সামনে হার মানে পেপ গার্দিওলার শিষ্যরা।

৬৫তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে সিটিজেনরা। হ্যারি কেনের পাস থেকে টটেনহামের ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল।

টটেনহাম এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শীর্ষস্থান দখল করেছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চেলসি ও লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশে ম্যানচেস্টার সিটি। এদিন পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও হেরেছে ম্যানচেস্টার সিটি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর