শত বছর আগে চুরি হওয়া সেই মূর্তি ভারতকে ফিরিয়ে দিচ্ছে কানাডা

আপডেট: November 23, 2020 |

দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তিভারতের বারাণসীর একটি মন্দির থেকে চুরি হয়েছিল প্রায় একশ বছর আগে। আর সেই মূর্তি পৌঁছে গিয়েছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে।

‘ঐতিহাসিক ভুল’ সংশোধন করে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি ভারতকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কানাডা সরকার।

কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৯৩৬ সাল থেকে ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতেই ছিল মূর্তিটি।

যার নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জি ওই মূর্তি নিয়ে গিয়েছিলেন। সেই আর্ট গ্যালারিতে নিজের শিল্পকর্মের প্রদর্শনীর প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে শিল্পী দিব্যা মেহরার চোখে পড়ে প্রাচীন মূর্তিটি।

তিনি জানান, একশ বছরেরও বেশি সময় আগে মূর্তিটি চুরি গিয়েছিল। তারপরই মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সূত্র: নিউজ ডিজিটাল

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর