বিলুপ্ত প্রজাতির ঈগল উদ্ধার

আপডেট: December 8, 2020 |

মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে বিলুপ্ত প্রজাতির একটি আহত ঈগল পাখি উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে একটি লাউয়ের মাচার ওপর ওই ঈগলটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে আব্দুর রহিম নামে এক স্থানীয় বাসিন্দা ঈগলটিকে উদ্ধার করেন। ঈগলটির ডানা ক্ষতবিক্ষত।

স্থানীয়দের ধারণা, পাখি শিকারিদের কেউ হয়তোবা গুলি করেছিল। স্থানীয় বাসিন্দা বলেন, সকালে আহত অবস্থায় লাউয়ের মাচার ওপর ঈগলটি দেখি। উড়ে যাওয়া বা হাঁটা-চলা করতে পারছে না পাখিটি।

তিনি আরও বলেন, পরে আমি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে পাখিটি উদ্ধার করে, তাদের হেফাজতে নিয়ে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করি। তারা এই বিলুপ্ত প্রজাতির এই পাখি উদ্ধার ও বাঁচানোর কোনো উদ্যোগ নেয়নি। এরপর আমি রাজৈর প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করলে তারাও এগিয়ে আসেনি। আমি পাখিকে মাছ ও মাংসজাতীয় খাবার দিয়েছিলাম। অসুস্থ থাকায় পাখিটি কোনো খাবার খাচ্ছে না। পাখিটির ওজন প্রায় ১ কেজির মতো হবে।

একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বা প্রায় ৩০-৩৫ ইঞ্চি হয়ে থাকে।

এ ব্যাপারে মাদারীপুর বনবিভাগের প্রধান তাপস সেনগুপ্তের সাথে যোগাযোগ করতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর