যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১, আহত ৩

আপডেট: December 10, 2020 |

যুক্তরাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পশ্চিম ভার্জেনিয়ার বেলেতে এ দুর্ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। মার্কিন রাসায়নিক কোম্পানি কেমওরস এক বিবৃতিতে জানিয়েছে, বেলে কেমওরস কোম্পানির জায়গা ভাড়া নেয়া অপটিমা রাসায়নিক কোম্পানির কারখানায় স্থানীয় সময় রাত ১০টার পর ঘটনাটি ঘটে।

ঘটনার পর পরই বেলের স্থানীয় কাউন্টির কর্মকর্তারা কারখানাটির চারপাশে দুই মাইল ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রত্যেককে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। তবে কয়েক ঘণ্টা পর নির্দেশটি প্রত্যাহার করা হয়।

কানওয়া কাউন্টি কমিশন জানায়, জরুরি কর্মীরা পরিস্থিতি পর্যালোচনা করে বিপদ কেটে গেছে সংকেত দেয়া যেতে পারে বলে নিশ্চিত হন।

বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রায় দুই হাজার লোকের ওপর কার্যকর হয়েছিল বলে কানওয়া কাউন্টি কমিশনের ব্যবস্থাপক জেনিফার হেরাল্ড জানিয়েছেন।

কানওয়া কাউন্টি কমিশনার কেন্ট কার্পার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ক্লোরিন মিশ্রিত শুষ্ক ব্লিচ ও মেথানল রাসায়নিক বলে বিশ্বাস কর্মকর্তাদের।

বেল শহরটি ওয়েস্ট ভার্জেনিয়া রাজ্যের রাজধানী চার্লসটন থেকে প্রায় ১২ মাইল দক্ষিণে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর