জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে

আপডেট: December 11, 2020 |

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, আমাদের একজন জননেত্রী শেখ হাসিনা রয়েছেন বলেই দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। বিশ্বের সবচেয়ে প্রাজ্ঞ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। দেশকে শান্তিময় করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাই করেছেন। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে। মানবিক ও সাহসী নেতৃত্বের অধিকারী জননেত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমাদের সামর্থ ও সক্ষমতা।

স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সুসম্পন্ন হওয়ায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার বগুড়া জেলা স্বেচ্ছা সেবকলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

তিনি বলেন,  জননেত্রী শেখ হাসিনার সরকার সেতু নির্মাণে কাজ শুরু করলে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনে। বিদেশি ঋণদাতা বহুজাতিক প্রতিষ্ঠানও অর্থ প্রদান স্থগিত করলে ২০১২ সালের ৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের অর্থে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের কথা জানান। দুর্নীতি নিয়ে কানাডার আদালতের রায়ে বলা হয়, এই মামলায় যেসব তথ্য দেওয়া হয়েছে, তা অনুমানভিত্তিক, গালগল্প এবং গুজবের বেশি কিছু নয়।’ ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুই দফা অনুসন্ধান করেও বিশ্বব্যাংকের ওই অভিযোগের কোনো সত্যতা পায়নি। বাংলাদেশ পদ্মা সেতুর মতো বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে, সেই আর্থিক ও মানসিক সক্ষমতার বাস্তব প্রমাণ হয়েছে বৃহস্পতিবার পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত। ভাস্কর্য নিয়ে নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। জনগণকে সাথে নিয়ে অতীতের ন্যায় অপশক্তির অপতৎপরতা মোকাবেলা করা হবে। তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে দেশের এগিয়ে যাওয়া ও কোভিড পরিস্থিতি মোকাবিলাসহ দেশ ও জনগনের সার্বিক উন্নয়নে সবাইকে ঐকবদ্ধ থাকার আহবান জানান।

বিকেল ৩টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন। সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, অ্যাড.জাকির হোসেন নবাব, উপপ্রচার সম্পাদক মাহফুজুল ইসলাম রুমেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, পৌর ও সদর এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর