বগুড়ায় জামায়াতের বাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার আয়োজনে জামায়তের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবার (শুক্রবার) বিকাল বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাও: আব্দুর রহীম, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল হালিম বেগ, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ ক্বারী মাও: আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, কর্মীদের আরো বেশী কুরআন হাদিস অধ্যায়ন করে সক্রিয় কর্মী হয়ে গড়ে উঠার আহবান জানান।