বগুড়ায় ছাত্র আন্দোলনে সাব্বির হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আপডেট: October 19, 2024 |
inbound1317422984113931580
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির হোসেন(১৪) হত্যা মামলায় সোনাতলা উপজেলায় দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মাহফুজ আলম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ এলাকা থেকে মাহফুজ আলম সোহেলকে গ্রেফতার করে তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাহফুজ আলম সোহেল বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের আব্দুল সরকার এর ছেলে এবং দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

১৮ অক্টোবর (শুক্রবার) এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাতালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী।

পুলিশের এই কর্মকর্তা বলেন,গত ৫ আগস্ট বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোনসতলা উপজেলার মোঃ সাব্বির হোসেন হত্যা ঘটনায় গত ১৫ আগস্ট তার বাবা শাহীন আলম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলার এজহারনামীয় আসামী মাহফুজ আলম সোহেল।

তিনি আরও বলেন,আসামী মাহফুজ আলম সোহেলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে আজ ১৮ অক্টোবর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর