তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না দুই দেশের নাগরিকদের

আপডেট: December 12, 2020 |

তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরিকদের। দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে। খবর আনাদুলু এজেন্সির।

দেশ দুটির মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এই সুবিধা পাচ্ছে দুই দেশের নাগরিকরা। শুক্রবার এতথ্য নিশ্চিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু।

বৃহস্পতিবার তুরস্ক ও আজারবাইজানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটির নাগরিকদের ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের নাগরিকরা ভ্রমণে তাদের পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর