ভারত ক্রমশ বাকি বিশ্বের কাছে ভীতিকর হয়ে উঠছে: ইমরান খান

আপডেট: December 12, 2020 |

হঠাৎ করেই ভারতের গণতন্ত্রের সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানালেন, স্থিতিশীল বিশ্বব্যবস্থার প্রতি ভারত ক্রমশ একটা ভয় জাগানো অস্তিত্ব হয়ে উঠছে। ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে গণতন্ত্র ক্রমশ বিঘ্নিত আর আক্রান্ত বলেও জানালেন ক্রিকেবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান আরও জানান, পাকিস্তান বহুদিন থেকেই ভারতের এই গণতন্ত্র ভঙ্গকারী কার্যক্রম নিয়ে বিশ্বদরবারে দাবি করে আসছে। আন্তর্জাতিক সদস্যদের উচিত হবে, ভারতের এই নেতিবাচক ভূমিকার প্রতি কড়া নজর রাখা।

তবে জাতিসংঘ সম্পূর্ণ উল্টো সুরে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ৭৫তম বর্ষ উদযাপন চলছে। এই আবহে ভারত-পাকিস্তান সংঘাত এবং তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা, সমালোচনা খুবই বেমানান বলে জানাচ্ছেন আন্তর্জাতিক একাংশের বৈদেশিক নীতি বিশেষজ্ঞেরা।

কেন হঠাৎ ইমরান খানের এই আক্রমণ? আসলে কিছুদিন আগেই ভারত জাতিসংঘের নিয়মকানুন তোয়াক্কা না করা পাকিস্তানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল বাকি বিশ্বের। আর এবার জাতিসসংঘের নিয়মনীতি মানা বা না মানা বিষয়ে কোনও উত্তর না দিয়ে ভারতকেই আক্রমণ করে বসল পাকিস্তান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর