সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই ছোবল মারার সুযোগ দেওয়া যাবে না : তথ‌্যমন্ত্রী

আপডেট: December 18, 2020 |

সাম্প্রদায়িক অপশক্তির ব‌্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছেন তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই ছোবল মারার সুযোগ দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের শক্তিকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের স্মরণসভায়  তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

 

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। সেই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বের যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে হত্যা নয়, তার হত্যকাণ্ডে ছিল বাংলাদেশ রাষ্ট্রকে গলাটিপে হত্যা করার অংশ।’

তথমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা পকিস্তানের পাশে দাড়িয়েছিল, সেই আন্তর্জাতিক শক্তি ও মৌলবাদী অপশক্তি  মিলে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে হত্যার উদ্দেশ্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেজন্য যে চেতনার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, ৭৫-এর পর সেই চেতনাকে বিসর্জন দিয়ে রাষ্ট্র পেছন দিকে হাটা শুরু করে।’

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি উল্লেখ করে তথ‌্যমন্ত্রী বলেন, ‘সেই কারণেই মাঝে-মধ্যে সেই অপশক্তি ফনা তুলে ছোবল মারার জন্য। কিন্তু যেই সম্মিলিত শক্তির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তির কাছে অপশক্তি সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।’

সি আর দত্তের কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, ‘তিনি ছিলেন সাহসী, সৎ অসাম্প্রদায়িক ও নিরহঙ্কার।  সবাইকে আপনকরে নেওয়ার আশ্চর্য ক্ষমতা তার ছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর