বিজয়ের মাসে পতাকা অবমাননার বিষয়ে প্রশাসন তদন্ত করছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট: December 19, 2020 |

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অসৎ উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। তারা একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ কীভাবে বিষয়টিকে নেয়। তারা বাঘা যতীনের ভাস্কর্যও ভেঙেছে। অন্য ভাস্কর্যও ভাঙবে। আমরা যদি শুরুতেই অপশক্তিকে আঘাত করতে না পারি, তবে তা চলমান থাকবে।’রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্তৃক পতাকা অবমাননার বিষয়ে তিনি বলেন, ‘বিজয়ের মাসে পতাকা অবমাননার বিষয়ে প্রশাসন তদন্ত করছে। বিজয়ের মাঝে এ ধরনের ঘটনা চেতনার ওপর আঘাত। তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি নিতে হবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর টাউন হলে রংপুর ফাউন্ডেশন আয়োজিত পূণঃমুদ্রণকৃত রংপুর জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘১৯৭১ সালে ২১ বছর বয়সে যুদ্ধ করেছি। আমার বাবা করেছেন ৬১ বছরে। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এসব রাজাকার আল-বদর, পাকিস্তানের পা চাটা কুকুরেরা এখনও কোন সাহসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে। এই অপশক্তিই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ১৯৭১ সালের পরাজিত শক্তি। অথচ বঙ্গবন্ধু একটি অসম্প্রদায়িতক, আধুনিক দেশ গড়তে চেয়েছিলেন এবং সেই চেতনা তিনি রেখে গেছেন।’

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর