এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করলো তুরস্ক (ভিডিও)

আপডেট: December 21, 2020 |

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক। এই হেলিকপ্টার ১৬০ কেজি ওজন বহনে সক্ষম। আর এটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা।

এর আগে চালকবিহীন ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি লাভ করে তুরস্ক।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর