ডিসেম্বরের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো

আপডেট: December 22, 2020 |

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিনটিকে এবার অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি।ফলে ডিসেম্বরের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো৷ খবর ডেইলি সাবাহ ও ডয়েচে ভেলের।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে৷ জার্মানিসহ বিভিন্ন দেশ আবারও লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে৷

ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো৷ জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক টিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান৷

গত ৮ ডিসেম্বর বায়োএনটেক ও ফাইজারের টিকার প্রথম ডোজ নেন ৯০ বছরের মার্গারেট৷ যুক্তরাজ্যে প্রথম ৮ লাখ টিকা পাবেন তার মতো প্রবীণ, সামনের সারির স্বাস্থ্যকর্মীসহ বাকি বয়স্ক নাগরিকরা৷

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর