শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন

আপডেট: December 25, 2020 |
print news

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের রাজধানী মানিলায় আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মানিলায় ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। সেখানকার জনগণও এ কথা জানিয়েছেন।

বড়দিন উপলক্ষে আয়োজনে কিছুটা প্রভাব ফেলেছে এই কম্পন। তবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ভূমিকম্প ৬ দশমিক ২ মাত্রার বলে উল্লেখ করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। কিন্তু পরে জানানো হয়, এটার মাত্রা ছিল ৬ দশমিক ৩।

উল্লেখ্য, মানিলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের ফলে গির্জাগুলোতে কিছু সময়ের জন্য আয়োজন থেমে থাকে। তবে ভূমিকম্পের ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর