গাজীপুরে ছুরিকাঘাতে হিজড়া নিহত

আপডেট: December 29, 2020 |

গাজীপুর মহানগরের খাইলকুর এলাকায় লাইলী ভান্ডারী নামে এক হিজড়া বাড়ির মালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই ভাড়াটিয়ার বিরুদ্ধে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাইলী ভান্ডারী।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে বলে জানা গেছে, লাইলী খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায় তিন তলা বাসার মালিক। মানিক ও দুলাল নামে দু’জন ভাড়াটিয়া তৃতীয় তলার একটি রুমে থাকতো।

সোমবার সকালে ওই দুই ভাড়াটিয়া বিদ্যুতের লাইনে সমস্যার কথা বলে লাইলীকে তাদের কক্ষে ডেকে নেয়। ঘরে প্রবেশ করার পর দরজা বন্ধ করে তাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যান।

পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

গাছা মেট্টোপলিটন থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঝর্ণা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি হত্যার অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত ছিল। ময়না তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে আসবে। ওই ভাড়াটিয়া দু’জন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর