একাদশ সংসদের অধিবেশন বসবে ১৮ জানুয়ারি

আপডেট: December 30, 2020 |

চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি। ওইদিন বিকাল সাড়ে চারটায় এই অধিবেশন বসবে। এটি ২০২১ সালের প্রথম অধিবেশন।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর