ছাত্রনেতাদের সক্রিয় ভূমিকা দেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট: December 31, 2020 |

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ষাটের দশক ছাত্র রাজনীতির এক উজ্জ্বল ও সোনালী সময়। ওই গৌরবময় সময়ে বঙ্গবন্ধুর আহ্বানে ছাত্রনেতারা প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছাত্রনেতাদের সক্রিয় ভূমিকা এ দেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে। আমাদের নতুন প্রজন্মের উচিত সেসব নেতাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে আগামী দিনের পথ বিনির্মাণ করা।

আজ বৃহস্পতিবার জেলা সদরের মোক্তারপাড়ায় মধুমাছি কচিকাঁচা বিদ্যানিকেতন মাঠে নেত্রকোনার ষাটের দশকের ছাত্রলীগ নেতা ও কর্মীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন: জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, তৎকালীন ছাত্রলীগ নেতা বাদল মজুমদার প্রমুখ।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর