১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ভারতের দিল্লিতে

আপডেট: January 1, 2021 |

বছরের প্রথম দিনেই ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখল দিল্লিবাসী। ১ জানুয়ারি দিল্লিতে ১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী। প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

 

২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে ০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড হয়। গত বছরের জানুয়ারিতে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

 

আবহাওয়া বিভাগের প্রধান কুলদিপ শ্রীবাস্তব জানান, আগামী ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে তাপমাত্রা আরো নামতে পারে। এরপরেই তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও শীতে বিপর্যস্ত জনজীবন। কাশ্মীরে তুষারপাতে পথঘাট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে বহু গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

শীতের দাপট বাড়তে থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর