কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন কবি আহমদ রফিক

আপডেট: January 1, 2021 |

এ বছর ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ পাবেন কবি আহমদ রফিক । বাংলা একাডেমির উপ পরিচালক তপন বাগচী এ তথ্য গতকাল নিশ্চিত করেছেন।

আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে বরেণ্য ভাষাসংগ্রামী, গবেষক ও কবি। প্রথম যৌবনে যুক্ত হয়েছিলেন ভাষা আন্দোলনে, পরে অংশ নিয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে। আন্দোলন-সংগ্রাম শুধু নয়, পাশাপাশি ক্ষুরধার লেখনীতে তুলে ধরেছেন বাঙালি জাতিসত্তার স্বরূপ।বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন খ্যাতিমান সাহিত্যিককে  কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। বাংলা একাডেমির অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।বাংলা কবিতায় কবি জসীমউদ্দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে প্রদান করছে ।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর