ধারাবাহিক চিত্রনাট্য পরিচালনা করছেন লাজুক

আপডেট: January 2, 2021 |

ওাশেদা সাজ্জাদ লাজুক ছিলেন চলচ্চিত্রের নায়িকা। জীবনের প্রথম ছবি ‘আজকের প্রতিবাদ’। সে চলচ্চিত্রের নায়ক সাজ্জাদ হোসেন দোদুলকে বিয়ে করে সংসারী হয়েছেন। লিখেছেন অসংখ্য নাটক। বাংলাদেশের মিডিয়ায় তিনিই একমাত্র নারী যিনি হাজার পর্বের ধারাবাহিক ‘সংঘাত’ নাটক লিখে প্রশংসিত হয়েছেন। পরিচালনা করেছেন অসংখ্য একক নাটক। এই প্রথম তিনি কোনো ধারাবাহিক চিত্রনাট্য পরিচালনা করছেন। নাটকের নাম ‘পরিবার’। প্রথম পর্ব প্রচার হবে ৩ জানুয়ারি রাত ৮টায় এটিএন বাংলায়। এছাড়াও সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার একই সময় প্রচার হবে নাটকটি। সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতাই নাটকের উপজীব্য।

অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি,  জামিল হোসেন,  সুব্রত,  মিলি বাশার,  মাসুম বাশার,  নীলা, ম ম মোশেদ প্রমুখ।

 

লাজুক বলেন, আমার জীবনের প্রথম এই ধারাবাহিক নাটকটি অনেক যতœ নিয়ে নির্মাণ করেছি। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশাস।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর