মুম্বাই হামলার মূলহোতা লাখবি গ্রেফতার

সময়: 7:03 pm - January 2, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখবি পাকিস্তানে গ্রেফতার হয়েছেন। শনিবার জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় সে।

জাকিউর রহমান লাখবিবে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে লাখবিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কিছু বলা হয়নি।

 

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখবি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলহোতা ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখভির।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর