ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু

সময়: 7:59 pm - January 2, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবারও জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর ইরনার।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান সংগ্রামে সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় সংলাপ শুরুর নানামুখী চেষ্টা চলছে।

ফাতাহ আন্দোলনসহ কয়েকটি সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল-উপদলের মধ্যে মতভেদ ভুলে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং বিশ্বাসঘাতক আরব দেশগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর